পানছড়িতে পিসিপি’র এক কর্মীকে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

Published: 16 Apr 2018   Monday   

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) এক কর্মীকে হামলা করে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হমলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।


পিসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতিতে দিপন আলো চাকমা, আম্বেদকর চাকমা, জলন্ত চাকমা ও টিটু চাকমার নেতৃত্বে ২০-২৫ জনের এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির লোকজন পানছড়ি কলেজে প্রবেশ করে। এসময় তারা পরীক্ষার হল রুমে ঢুকে পিসিপি`র কলেজ শাখার সদস্য ও এইচএসসি পরীক্ষার্থী বাবু চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন চিৎকার দিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।


প্রেস বার্তায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না উল্লেখ করে হামলাকারীদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত