আলীকদমে ত্রিপুরা কিশোরীকে ধর্ষনের নিন্দা ও প্রতিবাদ এইচডব্লিউএফের

Published: 17 Apr 2018   Tuesday   

বান্দরবান জেলার আলীকদম উপজেলার বালুঝিড়ি এলাকায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ১৩ এপ্রিল আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বালুঝিড়ি পাড়ায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে মোঃ সোহেলসহ চার যুবক মিলে গণধর্ষণ করে। এর মধ্যে পুলিশ অভিযুক্ত সোহেলসহ দুই জনকে গ্রেফতার করলেও বাকীদের এখনো গ্রেফতার করতে পারেনি।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পাহাড়ি নারীরা যে কতটা অনিরাপদ তা ত্রিপুরা জাতিসত্তার ‘বৈসু’ উৎসব চলাকালেওই কিশোরীকে ধর্ষণের ঘটনা থেকে প্রমাণিত হয়।


প্রেস বার্তায় অবিলম্বে ত্রিপুরা কিশোরীর ধর্ষণকারী সকলকে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, বিলাইছড়ির দুই মারমা তরুণী ধষণ-যৌন নির্যাতনের বিচার ও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত