খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও সন্তানদের বিক্ষোভ-মানববন্ধন

Published: 18 Apr 2018   Wednesday   

সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও সন্তানরা।

 

বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে নিজস্ব কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

 

বক্তারা, সরকারি চাকুরীসহ সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজনদের জন্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে অচিরেই বিভিন্ন ক্ষেত্রে লুকিয়ে থাকা রাজাকারদের নামের তালিকা প্রণয়নের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

সে সাথে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজনৈতিক দলের পাতানো জালে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রইছ উদ্দিনসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা ও পরিবার-পরিজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত