দীঘিনালায় ইউপিডিএফ নেতার বাড়ি পুড়িয়ে দেয়ার নিন্দা

Published: 19 Apr 2018   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক প্রজিত চাকমার বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বুধবার রাত ১০টার দিকে সংস্কারবাদীদের সশস্ত্র গ্রুপের তথাকথিত সেকশন কমা-ার বিধানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত রাঙে পাড়ায় গিয়ে বর্তমানে ইউপিডিএফ মহালছড়ি ইউনিটের সংগঠক হিসেবে দায়িত্ব পালনরত প্রজিত চাকমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

প্রেস বার্তায় দাবী করা হয়,কালো প্রিয় চাকমা জেএসএস সংস্কারবাদী চার কুচক্রী সেনাবাহিনীর মদদে ও পৃষ্ঠপোষকতায় খুন, অপহরণ, এলাকা থেকে ইউপিডিএফ নেতাকর্মীদের পরিবার ও আত্মীয় স্বজনদের উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ অবাধে চালিয়ে যাচ্ছে। 

 

প্রেস বার্তায় অবিলম্বে প্রজিত চাকমার বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনাসহ সংঘটিত সকল খুন ও অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত