অবশেষে ১মাস ১ দিন পর মু্ক্তি পেলেন এইচডব্লিউএফের দুই নেত্রী

Published: 19 Apr 2018   Thursday   

রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে অপহরণের দীর্ঘ ১মাস ১ দিন পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের তেতুল তলার এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে  তাদের ছেড়ে দেয়া হয়। 

 

উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে এক দল দুর্বৃত্ত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে অস্ত্রের মূখে অপহরণ করে। এসময় দুর্বৃত্তদের গুলিতে ধর্ম সিং চাকমা আহত হন। এ অপহরনের ঘটনায় ইউপিডেএফ ও তাদের সংগঠনের পক্ষ থেকে গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছিল।


রাঙামাটি থেকে অপহরনের ১ মাস ১ দিন বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে খাগড়াছড়ির তেতুলতলার এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে তাদের আত্বীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিন্মায় ছেড়ে দিয়েছে অপহরনকারীরা।


আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) মূখপাত্র মাইকেল চাকমার দুই নেত্রী মুক্তির পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের তেতুলতলা এলাকা থেকে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।


মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমার সাথে যোগাযোগে করা হলে তিনি জানান, মুক্তি পাওয়ার পর পর মোবাইলে মন্টি চাকমার সাথে কথা বলেছেন। তারা দুজনে সুষ্ঠু শরীরে রয়েছেন। তিনি আরো জানান, রাত হওয়ার কারণে তারা হয়তো খাগড়াছড়িতে এক আত্বীয় বাসায় অবস্থান করবেন। সেখান থেকে কাল শুক্রবার সকালে রাঙামাটির বাড়ীতে আসবেন।


খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাঙামাটি থেকে অপহৃত দুই নারীকে অপহরনকারীরা মুক্তি দিয়েছে বলে শুনেেেছন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত