লামায় অগ্নিকান্ডে ১২টি বসত ঘর ভূস্মিভূত

Published: 22 Apr 2018   Sunday   

লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের একদম দূর্গম এলাকায় অবস্থিত রেয়ং ম্রো পাড়ায়  অগ্নিকান্ডে ১২টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। গেল শনিবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুপুর এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

জানা যায়,গেল শনিবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুপুরের দিকে রেয়ং ম্রো পাড়ার  ইয়াংরিং ম্রো`র ঘরের চুলার আগুণ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ মহুর্তে মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এতে ১২টি বসত ঘর ভস্মিভূত হয়।  ক্ষতিগ্রস্তরা  হলেন, মাংক্রাত ম্রো, মাংপা ম্রো, ওই ওয়াই ম্রো, তুই তুই ম্রো, ইয়াং রিং ম্রো, মেন ওয়াই ম্রো, মেন থক ম্রো, নিয়াপু ম্রো, মেনলাক ম্রো, লেংপুং ম্রো, ভানয়াং ম্রো, মেন কিয়াং ম্রো।

 

উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান চাচিং প্রু মার্মা জানান,রূপসীপাড়া ইউনিয়নের দূর্গম এলাকায় অবস্থিত রেয়ং ম্রো পাড়াটি। এ এলাকার সাথে কোন রকম যোগাযোগ গড়ে না উঠায় রূপসীপাড়া বাজার থেকে হেঁটে  এলাকায় যেতে চার ঘন্টার অধিক সময় লাগে। তার কারণে একদিন পরে(রোববার) অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ার সংবাদটি পেয়েছি। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকাটি উপজেলার ত্রাণ শাখায় পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারকে এক বস্তা চাউল ও একটি করে কম্বল দেয়া হয়েছে।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জানান, রান্না ঘরের চুলার আগুণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে রেয়ং পাড়ায় ১২টি বসতঘর পুড়ে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত