খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে শান্তিপূর্ন সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Published: 23 Apr 2018   Monday   

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত  হয়েছে। খাগড়াছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ।

 

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা  হরতাল চলাকালে  দূর-পাল্লার  ও আভ্যন্তরীন সড়কে কোন যানবাহন চলাচল করেনি ও শহরের দোকানপাট বন্ধ ছিল। হরতালে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশী ব্যবস্থা জোরদার ছিল পুরো জেলা জুড়ে। হরতাল চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান হরতাল শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, গেল ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন ব্যবসায়ী। নিখোঁজের ৭দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।   শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে অপহৃতদের অক্ষত উদ্ধারের দাবী জানিয়ে অপহৃতদের পরিবার ও বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এ হরতাল ঘোষনা দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত