রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

Published: 26 Apr 2018   Thursday   

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ বিভাগের অতিরক্তি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ রুবেল’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। সরকারের এই বহুমুখী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জেলা তথা দেশের উন্নয়নমূলক কর্মকান্ড ও অর্জন ধরে রাখার লক্ষ্যে উন্নয়ন সভার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান।

 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক যে কোন তথ্য থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে যদি প্রাকৃতিক দুর্যোগে কোন পরিবার ক্ষতিগ্রস্ত হয় সে সমস্ত পরিবারদের রাঙ্গামাটি মারি স্টেডিয়ামের গ্যালারির নীচের অংশে রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি পরিষদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনের সকল উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

 

রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যাতে এ জেলার কোন এলাকায় না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এরপরও যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রসাশনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।


বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, ১লা বৈশাখ সুষ্ঠুভাবে পালনের লক্ষে সঠিকভাবে বিদ্যুৎ সঞ্চালন ছিল। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনগুলো মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জানান, গেল বছর জুনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৮টি রাস্তা ও ড্রেনেজ মেরামতের জন্য ১৭ কোটি টাকার ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় অনুমোদন দিলে কাজ শুরু করা হবে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর প্রশাসনিক কর্মকর্তা একেএম সোয়েব আখতার জানান, নদীপথে বিভিন্ন স্থানে জাল ফেলে রেখে নৌ চলাচল বিঘœ সৃষ্টি রোধে কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আগামী ১মে থেকে কাপ্তাই লেকে মৎস্য শিকার বন্ধ ঘোষণা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত