রাইখালীর বড়পাড়ায় ক্ষতিগ্রস্থদের জেলা পরিষদের নগদ অর্থ প্রদান

Published: 28 Apr 2018   Saturday   

কাপ্তাইয়ের রাইখালী নারাণগিরি বড়পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শনিবার  রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়েছে ।

 

বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা প্রধান অতিথি হিসেবে থেকে  সাহায্য প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার পিছু ৫ হাজার টাকা হারে মোট ৫২টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক মো:ইউছুপ কারবারী,বাঙ্গাল হালিয়া ইউপি চেয়ারম্যান ক্রোম মারমাসহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

 

উল্লেখ্য,গেল ১৫ এপ্রিল রাইখালী ইউনিয়নের নারাণগিরির দূর্গম বড়পাড়ায় সোলার প্যানেলের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাড়ার ৫৭ টি ঘরের মধ্যে ৫২টি ঘর সম্পূর্ণ ভষ্মিভুত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত