মঙ্গলবার বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৭৫তম জন্ম দিন

Published: 30 Apr 2018   Monday   

মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৭৫তম জন্ম দিন। রাঙামাটিতে প্রথমবারের মতো বীর শ্রেষ্ঠের জন্ম দিন  উদযাপনের লক্ষে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

 

উল্লেখ্য. বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১মে ফরিদপুর জেলার মধুখালী থানার আওতাধীন সালামতপুর (বর্তমানে রউফ নগর ) গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মুন্সী মেহেদী হাসান এবং মাতার নাম মকিদুন্নেছা। মুন্সী আব্দুর রউফ তাঁর পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। তাঁর দুইবোন হলেন হাজেরা বেগম ও জোহরা বেগম। তিনি তৎকালিন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ইপিআর) সৈনিক পদে চাকুরি জীবন শুরু করেন। পরে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পেয়েছিলেন। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে চেঙ্গী খালের পাড়ে পাকিস্তানি বাহিনীর সাথে বীর দর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার মহান মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মুন্সী আব্দুর রউফকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভুষিত করে।

 

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৭৫ তম জন্ম দিন উপলক্ষে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডস্থ আইসিডিপি কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। 

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল জানান, প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র জন্মদিন পালনের উদ্যোগ  নেয়া হয়েছে। গেল ২০ এপ্রিল প্রথমবারের মত রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে তাঁর শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

 

তিনি আরো জানান, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত