রাঙামাটিতে মহান মহান দিবস পালিত

Published: 01 May 2018   Tuesday   

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাঙামাটি ঘাগড়া শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।

 

চট্টগ্রাম শ্রম কল্যাণ কেন্দ্রর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রাজীব কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এর আগে একটি র‌্যালী রাঙামাটি পৌরসভা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন দিয়েছিলেন শ্রমিকরা। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর ৮ ঘন্টা কাজ করার অধিকার প্রতিষ্ঠিত হয়।

 

সভা বক্তারা শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে কর্মক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি প্রদানসহ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত