রাঙামাটিতে পরিবার পরিকল্পনার রোড শো

Published: 06 May 2018   Sunday   

বাল্য বিবাহ প্রতিরোধ এবং পরিকল্পিত পরিবার গঠনের বার্তা নিয়ে এবং “গানে গানে পথে পথে সুখের জয়যাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে  রোববার রাঙামাটিতে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য বিষয়ক রোড শো অনুষ্ঠিত হয়েছে।

 

বিকেলে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রোড শো টি সদর উপজেলা পরিষদ কার্যালয় সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভাঃ) বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, ডিষ্ট্রিক কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) শেখ রোকন উদ্দিন, রাঙামাটি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরা  প্রমূখ।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে যত দিন যাচ্ছে জনসংখ্যার হার বেশি বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সচেতন নয়। শুধু পরিবার পরিকল্পনাকে দায়িত্ব দিলে চলবে না আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের সকলকেও দায়িত্ব নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে যে দুটির বেশী সন্তান নেওয়া যাবে না। আর এই দিক দিয়ে যদি মানুষ সচেতন হয় তাহলে অব্যশই বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কমানো সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত