রাঙামাটিতে ডাকা ৪৮ ঘন্টার হরতাল স্থগিত

Published: 07 May 2018   Monday   

প্রশাসনের আশ্বাসের পর রাঙামাটি জেলায় ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে পার্বত্য বাঙালী ছাত্র পষিদ ও নাগরিক পরিষদ।

 

জেলার নানিয়ারচরের বেতছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাইক্রোবাস চালক মোঃ সজিব নিহতের প্রতিবাদে,অপহৃত তিন বাঙালীকে নিঃশর্ত মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষনার দাবীতে এ হরতাল ডাকা হয়।


হরতালের কারনে রাঙামাটি থেকে দুরপাল্লা রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরের অভ্যন্তরীণ রুটে মোটর সাইকেল ও সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। সকালের দিকে শহরে দোকাপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলেছে। দুপুরে হরতাল স্থগিতের ঘোষনার পর দুরাপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। এছাড়া স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। হরতালের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


পার্বত্য ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, সংগঠনের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত অনুযায়ী রাঙামাটি জেলায় আজ সোমবার ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে পিকেটিং চলছে। তবে কলেজ গেইট ও মানিক এলাকায় পুলিশ পিকেটেং এর সময় বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক সরোজিৎ বড়ুয়া জানান, হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনকারী পিকেটারদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ ফোর্স মোতায়েন ছিল।


পার্বত্য নাগরিক কমিটির রাঙামাটি জেলা আহ্বায়ক নূরজাহান বেগম স্থগিতের বিষযটি নিশ্চিত করে জানান, প্রশাসন থেকে আশ্বাস পাওয়ার পর রাঙামাটিতে ডাকা ৪৮ ঘন্টার হরতাল স্থগিত করা হয়েছে।

 

বাঘাইছড়িতে হরতাল পালিত:
পার্বত্য বাঙারী ছাত্র পরিষদের ডাকা প্রথম দিন সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তি পূর্নভাবে  হরতাল পালিত হয়েছে। বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা ও কর্মিরা সকালে বিভিন্ন পয়েণ্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলার সড়ক ও নৌ পথে কোন যানবাহন চলাচল করেনি ও দোকানপাট বন্ধ ছিল।


উল্লেখ্য, শুক্রবার দুপরে নিহত শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে খাগড়াছড়ির মহালছড়ি থেকে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, মাইক্রোবাস চালক মোঃ সজীবসহ ৫ জন নিহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত