রাঙামাটিতে রোবটিক্স বিষয়ক দিন ব্যাপী কর্মশালার আয়োজন

Published: 10 May 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে প্রথমবারের মত রোবটিক্স ফর বিগেনার বিষয়ক দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রথম রোবটিক্স গবেষণা ও প্রশিক্ষণ সেন্টার প্লেনেটর লিমিটেডের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়।

 

এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পাবলিক কলেজ মিলনায়তনে কর্মশালা পরিচালনা করেন প্লেনেটর লিমিটেডের রবোসেডর  ও রাঙামাটি সায়েন্স ক্লাবের চেয়ারপার্সন সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ কর্মশালায় অডিইনো  ও মেকার ইউএনও  দুটি বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দেয়ার পাশাপাশি লাইভ প্রজেক্ট উপস্থাপন করা হয়। তবে বৈদ্যুতিক সমস্যা ও বৈরী আবহাওয়া থাকার স্বত্তেও অংশগ্রহণকারীদের মধ্যে  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাঙামাটি সরকারি কলেজ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, অনলাইনে ৫৫ জন রেজিষ্ট্রেশন করলেও কর্মশালায় সুযোগ দেয়া হয় ২১ জন ছাত্র ছাত্রীকে প্রেস বার্তায় বলা হয়েছে।

 

কর্মশালার আয়োজকরা ভবিষ্যতেও এমন আরো শিক্ষনীয় বিষয় নিয়ে কর্মশালা ও প্রতিযোগীতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে প্লেনেটর লিমিটেড ও রাঙামাটি সায়েন্স ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক কর্মশালা ও প্রশিক্ষণের শিক্ষার্থীরা সুযোগ পাবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত