লামায় আগুণ লেগে ৩ দোকান পুড়ে ছাই

Published: 20 May 2018   Sunday   

লামার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া বাজারে  আগুনে লেগে ৩টি দোকান পুড়ে গেছে। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন লামা ফয়ার সার্ভিস ।শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

আগুনের পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন, বশির আহম্মদ (ফার্ণিচার দোকান), বাবুলু (ফার্ণিচার দোকান) ও লক্ষণ নাথ (সেলুন দোকান)। প্রাথমিকভাবে তিনটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানান দোকান মালিক ও ব্যবসায়ীরা। 

 

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাচিং প্রু মার্মা বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়। হঠাৎ করে দোকানের ছাদে আগুন দেখতে পেয়ে আশপাশের সবাই এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী ও দোকান মালিকদের ভিষণ ক্ষতি সাধন হয়েছে।

 

লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোজাম্মেল হক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুণ  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত