রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াই-ফাই সেবা প্রদান

Published: 21 May 2018   Monday   

স্থানীয়দের ইন্টারনেট ব্যবহারকারীদের বিনা মূল্য ওয়াই-ফাই সেবা দিয়ে যাচ্ছে রাঙামাটির প্রত্যন্ত রাজস্থলী উপজেলা প্রশাসন।   গেল ২ মে  থেকে এই ওয়াই-ফাই সেবা প্রদান  অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণের লক্ষে উপজেলা প্রশাসন পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা যায়, বর্তমানে উপজেলা প্রশাসনের অভ্যন্তরে সরকারী অফিসগুলোর দিনব্যাপী ওয়াই-ফাই সুবিধা নিয়ে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়া বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত   বিনা মূল্য ওয়াই-ফাই সেবা পাবে সকল ইন্টারনেট ব্যবহারকারীরা। উপজেলা প্রশাসন পক্ষ সার্বিক সেবা প্রদানের জন্য উপজেলা টেকনিশিয়ান চচামং মারমা ও উপজেলা পরিষদের ষাটঁমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ক্যপ্রুসিং মারমা দায়িত্ব নিয়োজিত রয়েছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান জানান, এ ওয়াই-ফাই ব্যবহার করে বিভিন্ন আধুনিক তথ্য, আয়ের উৎস, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারী চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তিসহ অনলাইনের তথ্য সেবা নিয়মিত ব্যবহারকারীরা সুবিধা পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত