লামায় বেইলি ব্রীজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ চরমে

Published: 21 May 2018   Monday   

বান্দবানের লামায় ইট বোঝাই ট্রাক পারাপারের সময় মগবাজার এলাকার বেইলি ব্রিজেরর পাটাতন ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ব্রিজের নিচের রক্ষা ওয়ালও ধসে গেছে। ফলে ব্রিজের দুপারে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারন মানুষের দুভোর্গ  চরম আকার ধারন করেছে।

 

লামা উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গজালিয়া-আজিজ নগর সড়কের পাঁচ কিলোমিটার অংশের ৭নং ওয়ার্ডের মগবাজার নামকস্থানে  গেল রোববার এ ঘটনা ঘটেছে।

 

উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানী জানান, রোববার বিকালে ইট বোঝাই একটি ট্রাক মগবাজার বেইলি ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় পাটাতন ভেঙ্গে চাকা ঢুকে যায়। পরে ব্রীজের নিচের অংশের রক্ষা ওয়ালও ভেঙ্গে পড়ে যায়। ট্রাকের মালিক আজিজ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজম খান দ্রুত ট্রাকটি উদ্ধার করে নিয়ে যান। এ কারণে ব্রিজটির উত্তর অংশের সংযোগ অংশটি ভেঙ্গে যায়। তার কারণে ব্রীজের দুই পাশের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ বন্ধ রয়েছে। ভেঙ্গে যাওয়া ব্রীজটি দ্রুত মেরামত করতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লামাকে অবহিত করা হয়েছে।

 

জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহম্মেদ জানান, সোমবার সকালে মগবাজার বেইলি ব্রীজটি মেরামত করার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় তাদের সাথে যোগাযোগ করতে পারছি না।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ জান্নাত রুমি জানান, আজিজ নগরের মগবাজার বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ে যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি দ্রত সমাধানের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত