রাঙামাটিতে কৃষকদের সহজলভ্য ঋনের সেবা পেতে ব্যাংক প্রধানদের সাথে পরামর্শক কর্মশালা

Published: 22 May 2018   Tuesday   

স্থানীয় কৃষকদের কাছে ঋনের সেভা সহজলভ্য করার লক্ষে অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মঙ্গলবার রাঙামাটিতে দিন ব্যাপী পরামর্শক কর্মশালার আয়োজন করা হয়েছে। 

 

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের আয়োজনে সংস্থাটির সন্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামাল। গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীতা চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন গ্রীনহিলের প্রকল্প ম্যানেজার লালসোয়াক লিয়ানা পাংখোয়া। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক কাম টীম লিডার অমূল্য ধন চাকমা। কর্মশালায় রাঙামাটির বিভিন্ন ব্যাংকের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ কৃষক ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।


কর্মশালায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক কৃষকরা যাতে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে সহজ শর্তে কৃষি ঋণ পায় তার জন্য আরো ব্যাংকগুলোর শর্তসমূহ আরো সহজলভ্য করতে এবং কৃষকদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বিক্রি করে অর্থিকভাবে লাভ হয়ে স্বালম্বী হয়ে উঠতে তার সচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, হেলভেটাস সুইসইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় গ্রীনহিলের সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নে এই প্রকল্পের কাজ চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত