রাঙামাটিতে রাস্তা নির্মানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরনের চেক বিতরণ

Published: 30 May 2018   Wednesday   

রাঙামাটিতে বিভিন্ন এলাকায় রাস্তা নির্মানের লক্ষে বুধবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

 

উন্নয়ন সংস্থা টংগ্যা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় প্রকল্পের অর্থায়নে রাস্তা উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা’র প্রজেক্ট ম্যানেজার রিতেষ চাকমা, মনিটরিং অফিসার পলাশ খীসা, টংগ্যা’র ডিএফএফ কনশ চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান রাইখালী জিসি ফেরিঘাট থেকে রাজস্থলী ভায়া মিতিংগাছড়ি রাস্তা এবং মারিশ্যা বাজার (উপজেলা সদর) মাইনীমুখ বাজার থেকে বাবু পাড়া, বটতলী ও দক্ষিণ সারোয়াতলী  উপ-রাস্তার অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন। এতে  রাইখালীর ২জন, মারিশ্যা বাজারের ৯জন ও রাইখালী নারানগিরি মুখ এর ৭জন  ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের মাঝে মোট ২৫ লক্ষ ৩০হাজার ৬৯৫ টাকা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত