বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা

Published: 05 Jun 2018   Tuesday   

‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুন:ব্যবহার করি না পারলে বর্জন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বিশ^ পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে।

 

জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও গ্রীণ হীলের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস  এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

 

সভায় তিনি বলেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবেশের উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার উল্লেখ করে বলেন, শহরের প্রবেশ পথে ময়লার স্তুুপ আর শহরের ভেতরে ট্রাকের টার্মিনাল রাঙ্গমাটি পার্বত্য জেলার পর্যটন পরিবেশকে ব্যহত করছে। তাছাড়া কাপ্তাই লেক এ বিভিন্ন ধরণের ময়লা আবর্জনা বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বজ্য ফেলে লেকের পরিবেশগত বিপর্জয় হচ্ছে বলে মত প্রকাশ করা হয়।

 

আলোচনা সভার শুরুতে টিআইবি এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ সালে ধারণাপত্র সম্পর্কে আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত