বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জেএসএস`র এক সদস্য নিহত

Published: 17 Jun 2018   Sunday   

তিন দিনের ব্যবধানে আবাও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মিলন পুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস`র) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের রাম সুরেন বিকাশ চাকমা (৫০) ওরফে প্রকাশ ডাক্তার। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের দোখাইয়ার মিলনপুর এলাকায় নিজ বাড়ীতে অবস্থান করছিলেন সুরেন বিকাশ চাকমা ওরফে প্রকাশ ডাক্তার। এসময় একদল দুর্বৃত্ত তার বাড়ী ঘেরাও করে তাকে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যুর নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। নিহত সুরেন চাকমা এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিলেন।

 

সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক শ্বতসিদ্ধি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র সদস্য সুরেন বিকাশ চাকমার বাড়ীতে প্রবেশ করে। এসময় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা দুর্বৃত্তরা চলে যায়। তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিএফ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমীর হোসেন জানান, রুপকারী ইউনিয়নের একজন নিহত হয়েছে বলে ঘটনাটি শুনছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। প্রতিপক্ষের গুলিতে সুরেন চাকমা নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

উল্লেখ্য, গেল শুক্রবার জেলার লংগদু উপজেলার দোজর এলাকায় রনজন মনি চাকমা চাকমা নামের এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত ও অপর একজন আহত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত