জুরাছড়িতে জেলা পরিষদের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Published: 18 Jun 2018   Monday   

জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা জেলা পরিষদে তার অফিস কক্ষে জুরাছড়ির বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দুঃস্থ নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। 

 

এ সময় জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী চারু বিকাশ চাকমা ও চিরঞ্জিব চাকমা উপস্থিত ছিলেন। 

 

বিতরণকালে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, অসহায় ও অসচ্ছল মানুষদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এবং দারিদ্রমুক্ত দেশ গড়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সরকারের এ মহৎ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য  জেলা পরিষদ থেকে  প্রত্যান্ত অঞ্চলের নারীদের আতœকর্মসংস্থান সৃষ্টির জন্য এ সেলাই মেশিন প্রদান করা।

 

তিনি আরো বলেন, জেলা পরিষদ পূর্বে যেমন অসহায় মানুষের পাশে ছিলো বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তাদের সুখ-দুঃখে পাশে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত