রামগড়ে অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

Published: 19 Jun 2018   Tuesday   

রামগড় ৪৩ বিজিবি‘র (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) আঁধারমানিক বিওপির সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে আঁধারমানিক প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে  ১৯ বোতল ভারতীয় মদ ও ২ পিচ ইয়াবা বড়ি জব্দ করেছে।


জানা যায়, রামগড় ৪৩ বিজিবি‘র (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) আঁধারমানিক বিওপির সদস্যরা মঙ্গলবার বেলা তিন টার দিকে অভিযান চালিয়ে আঁধারমানিক প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে (সীমান্ত পিলার ২২১০/২- আরবি) ১৯ বোতল ভারতীয় মদ ও ২ পিচ ইয়াবা বড়ি জব্দ করে।


আঁধারমানিক বিওপি (বর্ডার আউট পোষ্ট) কমান্ডার নায়েব সুবেদার মো. বাবুল হোসেন পরিচালিত অভিযানের সময় ওই এলাকায় একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে মদের বোতল ও ইয়াবা বড়ি দুটি জব্দ করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।


এদিকে, রামগড় ৪৩,বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. নুরুজ্জামান সাংবাদিকদের জানান, মাদক পাচারকারিদের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত