রামগড়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

Published: 19 Jun 2018   Tuesday   

রামগড় তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 


জেলা তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার শুরুতেই তার স্বাগত বক্তব্যে বর্তমান সরকারের নানা সাফল্যমূলক কর্মকান্ড তুলে ধরেন। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সিটিজি জার্নাল সম্পাদক আবু বকর ছিদ্দিক, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলার হোসাইন, কোষাধ্যক্ষ শুভাশীষ দাশ প্রমুখ।


প্রেস ব্রিফিং এ তথ্য কর্মকর্তা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী পুরুষ সমতা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান দ্বিতীয়। গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অবস্থান বেড়েছে ৩০ শতাংশ। মোট আর্থিক প্রতিষ্ঠানের ৭.২১ শতাংশের প্রতিষ্ঠানে প্রধান কর্মকর্তা হচ্ছেন নারী। রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অবস্থান দশম। রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশ‘ উইম্যান ইন পার্লামেন্টস গ্লোবাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ২০২৫ সালের মধ্যে রাজনীতিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, বিদ্যুত ও গ্যাস, কৃষি, খাদ্য ও শিল্প, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা, রেল যোগাযোগ, নৌ যোগাযোগ, সড়ক ও স্থানীয় যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা, ভূমিহীনে ভূমিদান, মহিলা ও শিশু উন্নয়ন প্রভৃতি বিষয়ে সবিস্তারে বর্ননা করেন।


উন্নয়নশীল দেশের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলর (ইকোসক) মানদন্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরনের জন্য একটি দেশের মাথাপিচু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার হতে হয়। আমাদের ১৬১০ মার্কিন ডলার। মানবসম্পদ সূচক ৭২.৯ । দরকার ৬৬। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ৩২ এর নীচে থাকতে হয়, বাংলাদেশের রয়েছে ২৪.৮।

 

উল্লেখ্য, তিনটি সূচকের যে কোন দুইটি অর্জন করলেই উন্নয়ন শীল দেশের মর্যাদা পাওয়া যায়। বাংলাদেশ তিনটিই অর্জন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত