প্রবাসীকর্মীরা প্রতারণার শিকার না হয় ও বিদেশে সঠিক উপার্জনে গ্রামীণ পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে

Published: 24 Jun 2018   Sunday   

প্রবাসী কর্মীরা যাতে কোনভাবেই প্রতারণার শিকার না হয় এবং বিদেশে গিয়ে যাতে সঠিক ভাবে উপার্জন করতে পারে তার জন্য গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়ানোর গুরুত্বারোপ করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহা পরিচালক ও রাঙামাটির প্রাক্তন জেলা প্রশাসক গাজী মোহাম্মদ জুলহাস।

 

রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স বোর্ড ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর যৌথ অংশিদারিত্ব শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় জেলা প্রশাসক  একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ফোকাল পয়েন্ট নুরুন আখতার, জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় বিভিন্ন দরপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

 মতবিনিময় সভায় অংশ গ্রহনকারীরা প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদানের জোর, উপজেলা পর্যায়ে সচেতনা সৃষ্টি লক্ষে বিল বোর্ড টানানোসহ বিভিন্ন মতামত দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত