বালুখালীতে বিভিন্ন গ্রন্থাগার, ক্লাবকে আসবাবপত্র সামগ্রি বিতরণ

Published: 28 Jun 2018   Thursday   

রাঙামাটির বালুখালী ইউনিয়নে গ্রন্থাগার, ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার আসবাবপত্র সামগ্রি বিতরণ করা হয়েছে।


গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের কর্মসূচি আওতায় টিআর খাতে বালুখালী ইউপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার। বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন ১নং ওয়ার্ড মেম্বার মঙ্গলচান চাকমা, মহিলা মেম্বার জীবনাশ্রি ত্রিপুরা, আলোরানী চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুখালী ইউপি সচিব প্রকাশ তালুকদার।


পরে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় স্থানীয় লোকজন ক্লাব, পাঠাগার ও কমিউনটি সেন্টারের জন্য অবকাঠামো নির্মানের দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি কান্দেবছড়া তারুমবন গণগ্রান্থাগার, আদার পাহাড় একতা মডেল ক্লাবকে আসবাবপত্র সামগ্রি বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে দাড়িয়েছে। এ ধরনের কর্মকান্ডে ক্লাবগুলোতে ব্যবহার না হয় এবং যুব সমাজ যাতে ক্লাবগুলোতে যায়, তারা যেন আধুনিক শিক্ষা সাথে তালমিলিয়ে কিভাবে শিক্ষা অর্জন করতে হবে।


তিনি আরো প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে পিছিয়ে থাকুক কিছুতে চাই না, তারা যেন আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। তিনি একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে সেজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।


যেসব আসবাবপত্র দেয়া হচ্ছে তা যেন সঠিক কাজে লাগানোর পরামর্শ দিয়ে ব্যক্তিগত কাজে যাহাতে এসব আসবাবপত্র ব্যবহার না করার তিনি অনুরোধ জানান।


তিনি বালুখালী ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ভবিষ্যতে যে সব উন্নয়নমূলক প্রকল্প নিতে হবে, যাতে জনগনের উন্নয়নে কাজে লাগে এবং এবং প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত