খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন কমান্ডারের বিদায় অনুষ্ঠান

Published: 30 Jun 2018   Saturday   

পাবর্ত্যাঞ্চলে শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও স্থিতিশীলতা আনয়নে সকলের সহযোগিতা চেয়ে খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা সেনা রিজিয়নের বিদায়ী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি পিএসসি,জি বলেছেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।


গেল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত শহীদ মুশফিক হলে বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সেনা কর্মকর্তা ও সদস্যরা তাঁকে সামরিক কায়দায় নান্দনিক আনুষ্ঠানিকতায় বিদায় জানান। বর্নাঢ্য আয়োজনে পুষ্পশোভিত গাড়ি রশি বেধে টেনে নেন সেনা-বিজিবি কর্মকর্তা ও সদস্যরা।


এ সময় বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব উদ্দিন খান, গুইমারা বিজিবি সেক্টর ভারপ্রাপ্ত কমান্ডার ও রামগড় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. নুরুজ্জামান জি, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামসের উদ্দিন, ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্নেল মিজানুর রহমান, জামিনী পাড়া ২৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হক, পলাশপুর ৪০,বডার্র গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম।


এ ছাড়া গুইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর আশিকুর রহমান, গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, ৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক শুভ্র চৌধুরী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত