কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে এইচডব্লিউএফ

Published: 03 Jul 2018   Tuesday   

কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা-মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আওয়ামী লীগ সরকার তার শাসন টিকিয়ে রাখতে চরম ফ্যাসিবাদী রূপ নিয়ে আবির্ভুত হয়েছে। সরকারের নির্দেশেই ছাত্রলীগ কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে।


প্রেস বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ছাত্রলীগ শুধু হামলা-মারধর করেই ক্ষান্ত হচ্ছে না, তারা ছাত্রীদের ধর্ষণেরও হুমকি দিচ্ছে। তাদের এই বর্বরতা ৭১ সালে পাকিস্তানী হানাদারদের বর্বরতাকেও হার মানাচ্ছে। প্রেস বার্তায় আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত