নানিয়ারচরে ইউপিডিএফের দুই সমর্থককে অপহরণের অভিযোগ

Published: 05 Jul 2018   Thursday   

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক  ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সমর্থককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।


স্থাণীয়রা জানায়, গেল বুধবার বিকালে উপজেলা সদরের ডাক বাংলা এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন,ত্রিদিব চাকমা (৪০) ও সুকেন্দু বিকাশ চাকমা (৪৫)। তাদের বাড়ি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা নামক এলাকার ভূয়ো আদাম গ্রামে জানা গেছে।


সূত্র মতে,গেল বুধবার হাটের দিন নানিয়ারচর বাজারে মালামাল বিক্রি করতে যান অপহৃতরা। ওই সময় ডাকবাংলা ঘাট থেকে সন্ত্রাসীরা তাদেরকে ধরে নিয়ে যায়।


অপহৃত পরিবারের পক্ষে থেকে দাবী করা হয়েছে, অপহৃত দুই জনের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। এর মধ্যে সুকেন্দু চাকমার মুক্তিপণ হিসেবে ১৫ লাখ এবং ত্রিদিব চাকমার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা।


এদিকে এ ঘটনার জন্য ইউপিডিএফের জেলার সমন্বয়ক সচল চাকমা প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ-কে দায়ী করেছেন। তবে গণতান্ত্রিক ইউপিডিএফ জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান, নানিয়ারচর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ইরফান। তিনি জানান, এ অপহরণের বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত