বিলাইছড়িতে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের অর্থ সহায়তা প্রদান

Published: 06 Jul 2018   Friday   

রাঙামাটির স্থানীয় বেসরকারী সংস্থা ‘সিআইপিডি’ এর উদ্যোগে শুক্রবার বিলাইছড়ি উপজেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের অর্থ সহায়তা প্রদান করেছে।

 

‘সাউথ এশিয়ান ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভ এর প্রকল্পে অধীনে সবজি ও হাঁস-মুরগী পালনের লক্ষে সংস্থাটির উপজেলা কার্যালয়ে অর্থ সহায়তা প্রদান  অনুষ্ঠানে  প্রধান অথিতি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।  সংস্থাটির মনিটরিং এন্ড ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  বিলাইছড়ি ইউনিয়নের  সংরক্ষিত ওয়ার্ড সদস্য স্বপ্না রানী তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মধুমিতা চাকমা, সংস্থার সিএম মঞ্জুরানী দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

 

অনুষ্ঠানে উপজেলার তিনটি ইউনিয়নের ২১টি গ্রামে গর্ভবতী ও দুগ্ধদানকারী মোট ৫০ জন নারীকে ৫হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।  এর মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে ১৭জন, কেংড়াছড়ি ইউনিয়নে ১৮জন এবং ফারুয়া ইউনিয়নে ১৫জন নারীকে অর্থ সহায়তা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত