ঢাকায় হিলউইমেন্স ফেডারেশন ও পিসিপির বিক্ষোভ-সমাবেশ

Published: 10 Jul 2018   Tuesday   

রাউজানে সপ্তম শ্রেণীর মারমা ছাত্রীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে খুন এবং কাউখালীতে মারমা গৃহিণীকে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ ভুক্ত দুই সংগঠন হিলউইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপির ঢাকা শাখার দপ্তর সম্পাদক টুলটুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিলউইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইংজনা মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর ঢাকা অঞ্চলের সংগঠক প্রতীম চাকমা,পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা। সমাবেশে সঞ্চালনা করেন পিসিপি’র ঢাকা শাখার সাধারণ সম্পাদ করিপন চাকমা।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুপ্রীম কোর্ট মোড় ঘুরে তোপখানা রোডে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা খুন ও ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে ে এ যাবত যত ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে তার কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। ফলে বার বার এমন ঘটনা সংঘটিত হচ্ছে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খুন-ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত