জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

Published: 11 Jul 2018   Wednesday   

জাতীয় ভিটামিন - এ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে বুধবার কাপ্তাইয়ে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়রম্যান নুরনাহার বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্বাস্হ্য বিভাগের কর্মকর্তা ও মাঠ বিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতিশ চাকমা।

 

সভায় ডা: নিতিশ চাকমা জানান, আগামী ১৪ জুলাই  কাপ্তাই উপজেলার ১২১ টি কেন্দ্রে ২৪২ জন স্বেচ্ছাসেবী ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১৫০ জন শিশুকে নীল ট্যাবলেট এবং  ১ বছর হতে ৫ বছর বয়সী ৮ হাজার শিশুকে লাল ট্যাবলেট খাওয়ানো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত