বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

Published: 12 Jul 2018   Thursday   

‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। 

 

জাতিসংঘের জনসংখ্যা তহবিল ‘ইউএনএফপিএ’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহায়তায় দিবসটি উদযাপন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।  দিবসটি উপলক্ষে উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (নন-ক্লিনিক) শশী লাল চাকমা। 

 

আলোচনা শেষে উপজেলায় সক্রিয় ও দায়িত্ববান পরিবার কল্যাণ সহকারী চারজনকে বিশেষ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত