কাপ্তাইয়ে দুদনিের জেন্ডার ভিত্তিক সহিংসতার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Published: 13 Jul 2018   Friday   

শুক্রবার কাপ্তাইয়ে “জেন্ডার ভিত্তিক সহিংসতা” শীর্ষক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা  হয়েছে।

 

কাপ্তাই আরএইচ স্টেপ আলোরধারা ইউবিআর ইয়ুথ কর্ণার  ও নারী পক্ষ এর উদ্যোগে  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।

 

আরএইচ স্টেপ ইউবিআর  (২-প্রজেক্ট) কাপ্তাই উপজেলা ম্যানেজার কাজী মুশফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী পক্ষের নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ইউএম হাবিবুননেসা, পরিচালক নারী পক্ষ ইউবিআর প্রজেক্টের এডভোকেট কামরুন নাহার, খ্রীষ্টিয়ান চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, আরএইচ স্টেপ এর কাউন্সিলর সুজন কৃষ্ণ সরকার, আরএইচ স্টেপ এর এডুকেডর মোঃ আবদুল আজিজ প্রমুখ।

 

দু’দিন ব্যাপি জেন্ডার ভিত্তিক প্রশিক্ষণে কাপ্তাই, কাউখালী, রাজস্থলী ও চট্টগ্রাম হতে মোট ৩০জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

 

বক্তারা অফিস-আদালত, কলকারখানায় জেন্ডার সহিংসতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন সরকারী-বেসরকারী বিভিন্ন অফিসে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন। এসব বিষয়ে সরকারের সুনির্দিষ্ট আইন রয়েছে। এতে নির্যাতনকারীর চাকুরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে সাজার কথা উল্লেখ করা রয়েছে। এসব সহিংসতার বিষয়ে নারীদেরকে সচেতনতা সহ তাদেরকে এগিয়ে আসতে হবে বলে তারা উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত