দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে রাঙামাটিতে শনিবার থেকে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হচ্ছে

Published: 13 Jul 2018   Friday   

দেশ বরেণ্য শিল্পীকে নিয়ে শনিবার থেকে সপ্তাহব্যাপী রাঙামাটিতে প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ- শীর্ষক ৬ষ্ঠ আর্ট ক্যাম্প শুরু হচ্ছে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে দেশবরেণ্য ২৫ চিত্র শিল্পী অংশ নিচ্ছেন বলে আয়োজক সুত্রে জানা গেছে। আগামী ২০ জুলাই পর্ষন্ত এই আর্ট ক্যাম্প চলবে।


ল্যাবএইড গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (গণ যোগাযোগ) ও সমন্বয়ক সাইফুর রহমান লেনিন শনিবার সকাল ১১টায় রাঙামাটি পর্যটন মোটেল হল রুমে সপ্তাহ ব্যাপী দেশবরেণ্য চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য স্থপতি,কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন ও বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী।


তিনি জানান এই আর্ট ক্যাম্পে দেশবরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী,সমনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, আলোকেশ ঘোষ, আইভি জামান, তরুন ঘোষ, রনজিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, ঢালি আল মামুন, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, কারু তিতাস, বিপাশা হায়াত, সুমন সরকার, নাজিয়া আন্দালিব প্রিমা, ফারজানা আহমেদ উর্মি, অনুকুল মজুমদার,রাশেদ কামাল, শবর্বরী রায় চৌধুরী ও নাজমুন আক্তার অংশ গ্রহন করার কথা রয়েছে।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ল্যাব এইড এ আর্ট ক্যাম্প আয়োজন করে আসছে । এর আগে সেন্টমার্টিন, মেঘনা, বান্দরবান, সুন্দরবন ও কক্সবাজারে মোট ৫টি স্থানে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত