কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় পিসিপি’র নিন্দা

Published: 15 Jul 2018   Sunday   

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্র লীগ কর্তৃক বর্বর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।


রোববার পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাত্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সরকারী দলের লাঠিয়াল বাহিনী ছাত্র লীগ আবারো ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করলো। তাদের সন্ত্রাসের রাজত্বে ছাত্র-শিক্ষকসহ কেউ নিরাপদ নয়। শিক্ষকদের লাঞ্ছিত করার মাধ্যমে আবারো স্পষ্ট হল সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগের দুর্বৃত্তদের অপরাধের মাত্রা কত ঘৃণ্য পর্যায়ে চলে গেছে।


ছাত্র লীগের এমন বর্বর হামলা কার্যত সভা-সমাবেশ ও মতপ্রকাশের ওপর আঘাত অখ্যায়িত করে প্রেস বার্তায় বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এলাকায় এধরণের জঘন্য ঘটনায় সরকার কিছুতেই দায় এড়াতে পারে না।



প্রেস বার্তায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিতকারী ছাত্র লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ সৃষ্টি করারও দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত