লামায় মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি

Published: 16 Jul 2018   Monday   

লামা বন বিভাগের উদ্যোগ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ৬ হাজার চারা সোমবার থেকে বিতরণ শুরু করেছে।

 

বন বিভাগের রেষ্ট হাউস মাঠে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের ৩ হাজার ৩ শত ৮০ টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

 

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলসহ প্রমূখ।

 

লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় লামা বন বিভাগ ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার  চারা  বিতরণ করবে। আগামী ২০ জুলাই বাকী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চারা বিতরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত