খাগড়াছড়িতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Published: 16 Jul 2018   Monday   

সোমবার খাগড়াছড়িতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সদর উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় উন্নয়ন সংস্থায় তৃনমূল এর আয়োজনের সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি ছিলেন তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা,জেলা তথ্য কর্মকর্তা এসএম অনিত চৌধুরী। কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কর্মশালায় তথ্য অধিকার কি এবং কেন? তথ্য অধিকার ও সুশাসন, তথ্য অধিকার ও জনগনেরর ক্ষমতায়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার,মানবাধিকার সুশাসন, প্রতিষ্ঠানের তথ্য প্রদানের ক্ষেত্রে দায়িত্ প্রাপ্ত কর্মকর্তা কাছে কিভাবে তথ্য চাওয়া যাবে ও তিনি কিভাবে তথ্য প্রদান প্রদান করবে। তথ্য না পেলে কিভাবে আপিল করা যাবে, ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে নারীর অগ্রগতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত