কাপ্তাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সন্মেলন

Published: 18 Jul 2018   Wednesday   

“স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী  জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে বুধবার মৎস্য অফিসের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক। এই সময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিথুন দেওয়ান, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন প্রমূখ। সপ্তাহ ব্যাপী মংস্য সপ্তাহ উদ্যাপন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানাদি স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে প্রচারনার জন্য সহকারী উপজেলা মৎস্য কর্মকতা সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

 

সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে আরও রয়েছে  ব্যানার, ফেষ্টুন সহযোগে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ ও মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরন সভাসহ মৎস্য সপ্তাহ মূল্যায়ন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত