বান্দরবানের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 19 Jul 2018   Thursday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন,আপনারা বান্দরবানের উন্নয়ন কাজ পরিলক্ষিত করে আগামী সংসদ নির্বাচনে দলের উর্ধ্বে থেকে জেলার উন্নয়নে অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট প্রদান করুন।  জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি বান্দরবানের উন্নয়ন করে যাচ্ছি। আগামীতওে এ উন্নয়ন অব্যাহত রাখত হবে।

 

বৃহস্পতিবার লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, কর্মজীবি মা-দের ভাতা ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি`র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আককাস, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল বরণ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, বান্দরবানের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) জাহেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, টিং টিং মার্মা, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক উন্নয়ন সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।

 

পার্বত্য প্রতিমন্ত্রী সকালে উপজেলা পরিষদ চত্বর  থেকে এক বর্ণাঢ্য র্যালীতে অংশ নিয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি লামা পৌরসভা থেকে ১৪ টি প্রতিষ্ঠানে সোলার, ৬৩ জনকে ঢেউটিন প্রদান, মৎস্য দপ্তর হতে ৩ জনকে সেরা মৎস্যজীবিকে পুরস্কিত, মাতামুহুরী নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২লক্ষ ১৫ হাজার টাকা অনুদান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, দারিদ্র বিমোচনে সুদ মুক্ত ঋণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ১ম পর্যায়ে ৫৬ জনকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান ও ২য় পর্যায়ে ৪৮ জনকে ঢেউটিন, ৩ জন সাংবাদিককে ল্যাপটপ এবং কর্মজীবি নারীদের সেলাই মেশিন বিতরণ  করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নয়নের মহাসড়কে এখন দেশ। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বাসস্থান, অবকাঠামো সহ জন-নিরাপত্তা প্রদানে বর্তমান সরকার শতভাগ সফল। মধ্য আয়ের দেশে নাম লেখানো শুধু সময়ের ব্যাপার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত