নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময়কে অপহরণের অভিযোগ

Published: 20 Jul 2018   Friday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরনের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত উপজেলার চেয়ারম্যান পাড়া থেকে তাকে অপহরণ করে। অপহৃত প্রীতিময় চাকমা ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্ষন্ত নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

 

এদিকে এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে নব্য মুখোশ বাহিনী(গণতান্ত্রিক ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে তারা  অস্বীকার করেছে।

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তর ইঞ্জিন চালিত বোটে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

এদিকে, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় প্রীতিময় চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনী(গণতান্ত্রিক ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। প্রেস বার্তায় দাবী করা হয় প্রীতিময় চাকমাকে অপহরনের সময় অপহরণকারীরা ইঞ্জিনচালিত বোটে করে মহাল ছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়। প্রেস বার্তায় অবিলম্বে অপহৃতকে উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

 

তবে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিরে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ বিভাগের সাধারণ সম্পাদক সুধাকর ত্রিপুরা জতি থাকার অস্বীকার করে জানান, তার সংগঠন এই ধরনের কোন অপহরণ, হত্যা,গুজমের রাজনীতি করে না। তবে  নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনমানুষের সহানুভতি পাওয়ার জন্য ইউপিডিএফ নানা গুজব বিভ্রান্তি ও অপপ্রচার ছাড়িয়ে হয়তো তারা নিজেরাই এই অপহরণ ঘটাতে পারে।

 

নানিয়ারচর থানার উপ-পরিদর্শক রওশন জামান অপহরণের বিষয়টি শুনেছি, তবে এ ব্যাপারে কেউই এখনো থানায় অভিযোগ করতে থানায় আসেননি বলে জানিয়েছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত