রাঙামাটিতে কমিউকেশন ষ্ট্রাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক কর্মশালা

Published: 20 Jul 2018   Friday   

কমিউকেশন ষ্ট্রাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক সঞ্জিবনী কর্মশালা শুক্রবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। 

 

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলায়তনে আয়োজিত দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুর বিল্লাহ। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র উপ-পরিচালক তাপস কুমার পাল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন, বান্দরবান জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় দেওয়ান।


দিন ব্যাপী কর্মশালায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্যরা অংশ নেন।


কর্মশালায় রাঙামাটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের কমিউকেশন ষ্ট্রাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে বিভিন্ন ধারনা দেয়া হয় এবং এ বিষয়ে অংশগ্রহনকারী শিক্ষক ও বিদ্যালয় কমিটির সদস্যরা বিভিন্ন মতামত দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত