খাগড়াছড়িতে বৃদ্ধকে খুনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ

Published: 21 Jul 2018   Saturday   

খাগড়াছড়ি সদর উপজেলার ইটছড়ি এলাকায় বিমল চাকমা নামে ৬০ বছরের এক বৃদ্ধকে খুনের ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ইউপিডিএফ।


শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার¡ জেএসএস সংস্কারবাদী গ্রুপের ৭ থেকে ৮ জনের সদস্যরা বিমলচাকমাকে সাজেক পাড়ার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলে সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমল চাকমাকে তার বাড়ির উঠোনে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরেরাত ৯টার দিকে তার মৃত্যু হয়।ধারণা করা হয় মাত্রারিক্ত শারীরিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে।

 

সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে চলমান গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় আত্মরক্ষারজন্য অন্য কোন পথ আর জনগণের সামনে খোলা নেই। ঐক্যবদ্ধ জনগণেরকাছে যে কোন অপশক্তি পরাস্ত হতে বাধ্য।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত