বাঘাইছড়িতে নদীতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

Published: 23 Jul 2018   Monday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজক নদীতে গোসল করতে সোমবার পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত দুই শিক্ষার্থী কচুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


জানা গেছে, সোমবার দুপরের দিকে বাঘাইছড়ি উপজেলার শীলছড়ির কচুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী ফেয়ার পথে মিল্টন চাকমার কন্যা সন্তান এলিনা চাকমা(৭) ও সুজয় চাকমার মেয়ে জয়া চাকমা(৬) নামের দুই শিক্ষার্থী শিজক নদীতে গোসল করতে নামে। এসময় গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন খোজাখুজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষানা করেন। মৃত দুই শিক্ষার্থীর কচুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী। তাদের বাড়ী উপজেলার শিলছড়ি এলাকায়। 


বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব বড়ুয়া জানান, পানিতে ডুবে দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত