পার্বত্যাঞ্চলে বন ধ্বংসের কারণে ভূমিধস’সহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে-বৃষকেতু চাকমা

Published: 23 Jul 2018   Monday   

বিভিন্নভাবে পার্বত্যাঞ্চলে বন ধ্বংস হওয়ার কারণে ভূমিধস’সহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা

 

তিনি বলেন, বর্তমানে যে বন রয়েছে সেগুলো রক্ষা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 

সোমবার থেকে রাঙামাটিতে ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিপ্তরের আয়োজেনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙামাটি পৌর সভা চত্বরে মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ ছানা উল্ল্যাহ পাটওয়ারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ শাহজাহান, রাঙামাটি সদর জোনের মেজর আশরাফ। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৈাফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে কৃষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক হাজার ফলজ ও ঔষধী চারা গাছ বিতরণ করা হয়।


এর আগে রাঙামাটি জেলা প্রশাসন চত্বর থেকে রাঙামাটি পৌর সভা চত্বর পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সেখানে অতিথিরা পায়রা ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় এবার ১২ টি স্টলে বিভিন্ন ফসলি ও ঔষধি চারা গাছ বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে উল্লেখ করে আরো বলেন, পরিবেশ রক্ষা করতে প্রয়োজন বেশী করে গাছ লাগাতে হবে। আমাদের দেশের মাটির উর্বরতা বেশী তাই প্রায় সব ধরনের গাছ এখানে জন্মায়। পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনের উপর গুরুত্ব দিয়ে বলেন, গবেষকদের মতে পলিথিন মাটিতে প্রায় ২শত বছরেরও বেশী অক্ষত থাকে। যা মাটির সাথে মিশে যায় না। যার ফলে মাটির উর্বরতা কমে যায়। পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা বাড়াতে


তিনি বলেন, পাহাড়ের যে সমস্ত খালি জায়গা রয়েছে সেখানে কৃষকদের বেশী করে গাছ লাগানের পাশাপাশি অপরিপক্ক গাছ না কাটার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত