জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রশিক্ষণরত বিসিএস কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

Published: 24 Jul 2018   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের ৭জন কর্মকর্তা।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের  সময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ছাড়াও পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য ত্রিদীব কান্তি দাশ এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে সৌজন্য সাক্ষাতকারী ৭জন কর্মকর্তারা হলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব নাবিদ মোস্তফা জিসান, সহকারী পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, ভেটেরিনারি সার্জন মোঃ বেলাল হোসেন, সহকারী বেতার প্রকৌশলী লিখন দাস এবং সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন।

 

সাক্ষাতকালে প্রশিক্ষণের অংশ হিসাবে ৭জন কর্মকর্তা জেলা পরিষদ চেয়ারম্যানের পরিষদের গঠন কাঠামো, লোকবল এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে একটি ভিন্ন প্রশাসনিক কাঠামো হিসাবে এর ক্ষমতা, নির্বাচনী ব্যবস্থা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এবং জনগণের কল্যাণে পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে  মতবিনিময় করেন।

 

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সাক্ষাতরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে জেলার সার্বিক আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন কর্মকর্তাদের ভবিষ্যৎ প্রশাসক হিসাবে গড়ে উঠায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত