বনরূপা বাজারে অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ ১৭টি দোকান ভস্মিভূত

Published: 24 Jul 2018   Tuesday   

রাঙামাটি শহরের বনরূপার কাচাঁ বাজার এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ও ২টি বসত ঘর পুড়ে গেছে।  এতে মালামালের ক্ষয়ক্ষতি ৮৭ লক্ষ হবে বলে ধারনা করা হচ্ছে।

 

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, সোমবার মধ্য রাতে শহরের বনরুপা বাজারের বিআর এন্ড সন্স শপিং কমপ্লেক্সর পাশের  কাচা ঘরের একটি হোটেলের রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের বিআর এন্ড সন্স শপিং কমপ্লেক্সর ভবনে। এতে ১৫টি দোকান ও ২টি বসত বাড়ী পুড়ে যায়। খবর পেয়ে  স্থাণীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থুলে গিয়ে  স্থানীয় লোকজনদের সহায়তা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এদিকে মঙ্গলবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়ার জামাল উদ্দীন।

 

ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি  ¯েœহাশীষ চাকমা জানান, অগ্নিকান্ডে ১৫টি দোকানসহ ২টি বসত ঘর পুড়ে গেছে। গভীর রাতে অগ্নিকান্ডটি সংঘটিত হওয়ায় কোন ব্যবসায়ীদের তাদের মালামাল রক্ষা করতে পারেননি। এতে প্রায় ৮৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বাজারের একটি তিন তলা পাকা ভবনের দুই তলায় দুইটি বসত ঘর ও নীচ তলায়  ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভ’ত হয় । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত