নানিয়ারচর বাজার থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

Published: 24 Jul 2018   Tuesday   

রাঙামাটির নানিয়ারচর বাজার থেকে ছায়াধন চাকমা(৪৫) নামের এক ব্যক্তিকে অপহরনের অভিযোগ করেছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।


নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরান ধন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, মঙ্গলবার ছায়াধন চাকমা নানিয়ররচর বাজারে চাল বিক্রি করতে যান। এসময় ঝিমিত চাকমার নেতৃত্বে নব্য মুখোশ ও সংস্কারপন্থী জেএসএস-এর ৪ সদস্য অস্ত্রের মুখে ছায়াধন চাকমাকে অপহরণ করে তাদের আস্তানা গুল্যাছড়ির দিকে নিয়ে যায়। অপহৃত ব্যক্তির বাড়ী উপজেলার সাপমারা গ্রামে। তার পিতার নাম তুষ্ট মনি চাকমা।

 

বিবৃতিতে নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলবাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও এ অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে অপহৃতাকে উদ্ধারপূর্বক জগিতদের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত