খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

Published: 24 Jul 2018   Tuesday   

খাগড়াছড়িতে এক নারীকে খুনের ঘটনায় মোঃ শহীদুল ইসলাম নামে এক যুবক(৩১)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। এসময় আরো দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক রত্নেশ্বর ভট্রাচার্য্য এই রায় দেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। শহীদুল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে।


জানা গেছে, ২০১৬ সালের ৫জানুয়ারী খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ফেরদৌসি আক্তার(৩১) নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন।

 

পরে একই বছর ৭ডিসেম্বর আসামীকে আটক করে পুলিশ। এতে আসামী ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি প্রদান করে। ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত ২ বছর ৫মাস পর এই রায় ঘোষনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত