রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা

Published: 26 Jul 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে উন্নয়ন প্রকল্প এবং সংস্থাপন ব্যয় খাতে ধরা হয়েছে ৭০ কোটি টাকা এবং পরিষদের নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। এবার বাজেটে যোগাযোগ অবকাঠামোর খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

 

জেলা পরিষদের সন্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষনা করেন।


সংবাদ সন্মেলনে জেলা পরিষদ সদস্য হাজী মূছা মাতব্বর, রেমলিয়ান পাংখোয়া, সাত্বনা চাকমা, ত্রিদীব কান্তি দাশ ছাড়াও জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসন, জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার উপস্থিত ছিলেন।



বাজেটে যোগাযোগ অবকাঠামোতে ১৪ কোটি ৬২ লাখ টাকা, শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তির শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ১১কোটি ৭০ লাখ টাকাসহ যোগাযোগ অবকাঠামো, ধর্ম, সমাজকল্যাণ, আর্থ সামাজিক, স্বাস্থ্য ও নারী উন্নয়নসহ ১৪টি খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত